ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে সমাবেশ শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
শাহবাগে সমাবেশ শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চাকরিতে আবেদনের বয়সসীমা ক্ষেত্রবিশেষে উন্মুক্ত এবং আব্দুল মুয়ীদ চৌধুরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বয়সসীমা (পুরুষ ৩৫ ও নারী ৩৭ বছর) দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহবাগে সমাবেশ শুরু করেছেন ৩৫ প্রত্যাশীরা।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ‘ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সমাবেশ শুরু করেন তারা।

এ সময় তাদের ‘৩২ এর সিদ্ধান্ত, লাল কার্ড, লাল কার্ড’, ‘৩২ এর প্রহসন, লাল কার্ড লাল কার্ড’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘৩২ এর প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।

পাশাপাশি তারা চাকরিতে আবেদনের বয়স ৩২ বছর করে সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাহার দাবি করেন।

সমাবেশ অংশ নেয়া শিক্ষার্থী আল-আমিন রাজু বলেন, সরকার থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে একটি প্রজ্ঞাপণ জারি করেছে। আমরা কখনোই ৩২ চাইনি। আমরা সব সময় ৩৫ চেয়েছি। তাই আমরা এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সরকার এই বিষয়ে একটি কমিশন গঠন করেছে। সেটা সরকারেরই কমিশন ছিল। তারাও বিশ্ব বাস্তবতার প্রেক্ষিতে ৩৫ করার সুপারিশ দিয়েছে। তারপরও কেন সরকার ৩২ করলো? আমরা তাই আজ লাল কার্ড দেখাচ্ছি। যতক্ষণ না চাকরিতে প্রবেশের বয়স ৩৫ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

এদিকে ৩৫ প্রত্যাশীদের এই সমাবেশ ঘিরে শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সকাল থেকেই শাহবাগের আশপাশে কয়েকশ পুলিশ ও এপিবিএন সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শাহবাগে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ৩৫ প্রত্যাশীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে সমাবেত হয়েছেন। তাদের দাবির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য সচেষ্ট রয়েছি। কোনো ধরনের জনদুর্ভোগ যাতে না হয়, আমরা সেই চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এসসি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।