ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক, সেই মোস্তফা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ঋণের কথা বলে শাহবাগে সমাবেশের ডাক, সেই মোস্তফা আটক আ ব ম মোস্তফা আমীন/ফাইল ফটো

ঢাকা: ঋণের কথা বলে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দেওয়া অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিল মনসুর।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’- এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে মোস্তফা আমীনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।