ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ২ মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
শ্রীপুরে ২ মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আদিল নামে এক তরুণ আহত হয়।

 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে টেংরা-জৈনা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সাব্বির শ্রীপুর উপজেলার বেকাসাহারা এলাকার মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সকালে সাব্বির ও আদিল দুই বন্ধু মোটরসাইকেলে করে পাশের এলাকায় খেজুরের রস খেতে বাসা থেকে বের হয়। একপর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে টেংরা এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাব্বির মারা যায় এবং তার বন্ধু আদিল আহত হয়। পরে আদিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেকর্ড করেন।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।