ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আ. লীগ নেতাদের বিচার: সংবাদ সম্মেলনে আসছেন বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আ. লীগ নেতাদের বিচার: সংবাদ সম্মেলনে আসছেন বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান টবি ক্যাডম্যান

ঢাকা: আগামী বুধবার (১১ ডিসেম্বর) প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার আইনজীবী, প্রত্যর্পণ বিশেষজ্ঞ এবং লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান।

জুলাই-আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিচার করতে নিয়োগ পাওয়া এ বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন এবং মানবাধিকার বিষয়ে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়েছেন।  

আব্দুল্লাহ আল নোমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের বিশেষ প্রসিকিউটর উপদেষ্টা টবি ক্যাডম্যান বুধবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে করবেন।  

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সেই সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তবে সেই সময় তাকে আটকে দেওয়া হয়েছিল। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ এ আইনজীবী।  

২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ প্রাপ্ত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।