ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
ফতুল্লায় ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড ডাইং কারখানার বয়লারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ডাইংয়ের বয়লারে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, পাগলা স্টেশন ও নদী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পাওয়ার পর আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।