ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

ঢাকা: ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় তিনটি স্পটে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে অবৈধ ১টি শিল্প ও ৪০০টি আবাসিকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি স্পটে অভিযান পরিচালনা করে প্রায় ১.৫ কিলোমিটার লাইন অপসারণ করা হয়েছে এবং ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪ হাজার ৬৭০ টাকা।  

অভিযানকালে প্রায় ১ হাজার ৫০০ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ পরিচালনা করে কে এস ফ্যাশন অ্যান্ড ওয়াশিং কারখানা’কে এক লাখ টাকা জরিমানা হয়।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।