ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর  বাইসাইকেল

ফেনী: ফেনীতে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় ও প্রাথমিক কিছু সূরা মুখস্থকরণ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাইসাইকেল পুরস্কার পেল ৫৬ শিশু-কিশোর।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন মাঠে এসব বাইসাইকেল পুরস্কার বিতরণ করা হয়।

 

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক।

বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ (নাগনভূঞা-সোনাগাজী) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা উন্নয়ন পরিষদের সভাপতি  মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞার ব্যবসায়ী-সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, স্থানীয় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন, ফেনী জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমাম হোসেন।

স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্যাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, বাংকার মোহাম্মদ আনোয়ার উল্ল্যাহ, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঞার ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।