ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে ১০ কোটি টাকার জমি উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের কবল থেকে ১০ কোটি টাকার জমি উদ্ধার 

লক্ষ্মীপুর: অবৈধ দখলদারদের কবল থেকে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ১০ কোটি ১৭ লাখ টাকার জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির পরিমাণ ১.৬৫ একর।

 

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দালাল বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়। এসময় সওজের জমিতে থাকা ৭৫টি অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করা হয়, অপসারণ করা হয় নয়টি অবৈধ সাইনবোর্ড।  

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর সড়ক বিভাগাধীন কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) আঞ্চলিক মহাসড়কের ১০৪তম কিলোমিটার থেকে ১১০তম কিলোমিটার অংশে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।  

সকাল ১১টায় দালাল বাজার এলাকায় উচ্ছেদ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।  

এসময় জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

পুরো জেলায় ধারাবাহিকভাবে এমন অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।