ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ৪ ইটভাটাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
পলাশবাড়ীতে ৪ ইটভাটাকে জরিমানা অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াশা রহমান তপাদার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।

জানা গেছে, অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখসহ মোট ১৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা গোনা ইটভাটাগুলোর পরিবেশ ছাড়পত্র নেই। স্থানীয় জেলা প্রশাসনের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন তারা। এছাড়া একাধিক ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে পাট ব্যবহার করতেও দেখা গেছে। এসব অপরাধে তিনটি ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইটভাটাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।