ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জব্দ করা আলামতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জব্দ করা আলামতে আগুন কথা বলছেন বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম।

বগুড়া: বগুড়া জেলা প্রসাশকের (ডিসি) কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা মালামালে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের পাশেই আকবরিয়া ক্যাফেটারিয়া রেস্টুরেন্টে কয়েকজন কর্মচারী প্রথমে আগুন দেখতে পান। সেখানে আগুন দেখতে পেয়ে তারা পাশের কর্মচারীদের বলেন ও ফায়ার সার্ভিসে খবর দেন ৷ এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেস্টুরেন্ট। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এসব বেরিয়ে আসবে।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসেবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।