ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় রাখাল শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বানিয়াচংয়ে কৃষকের লাঠিপেটায় রাখাল শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষকের লাঠিপেটায় তরিকুল মিয়া (৯) নামে এক রাখাল শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত তরিকুল ওই গ্রামের নূর মিয়ার ছেলে।

এ ঘটনার পর একই গ্রামের নিদান উল্যার ছেলে কৃষক ইরফান মিয়াকে (৪০) আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

নিহতের তরিকুলের বাবা নূর মিয়া জানান, দুপুরে তরিকুল মাঠে গরু চড়াতে গেলে ইরফানের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় তরিকুলকে লাঠি দিয়ে পেটাতে থাকেন ইরফান। এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আত্মীয়-স্বজন ছেলেটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।