ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ফের সচিবালয়ের সামনে অবস্থানে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা

ঢাকা: চাকরিতে পুর্নবহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া ৪০তম (ক্যাডেট) সাব-ইন্সপেক্টররা।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রথমে সচিবালয়ের ২ নম্বর গেইটের সামনে এবং পরবর্তীতে রাস্তার বিপরীতপাশে তাদের অবস্থান করতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি পালন করা অব্যাহতিপ্রাপ্ত এসআইরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন।

অব্যাহতিপ্রাপ্ত এসআই নাইজু আক্তার বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদের ৩২১ জনকে সারদা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে প্রথম ধাপে ২৫২ জনকে, দ্বিতীয় ধাপে ৫৮ জনকে, তৃতীয় ধাপে ৩ জনকে এবং চতুর্থ ধাপে ৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। প্রথম ধাপের ২৫২ জনকে ছুটিতে পাঠিয়ে অব্যাহতি দেওয়া হয়৷ যা অমানবিক। আমাদের নামে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাতে বড়জোর ইডি (শাস্তি) দেওয়া যেতে পারে। কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷ যা আমাদের সঙ্গে বৈষম্য। আমরা দাবি পূরণ ছাড়া যাব না। আমাদের আর হারানোর কিছু নেই।

রুবেল হোসেন নামের আরেকজন বলেন, আমাদের আচরণগত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। এটি আমাদের সঙ্গে বৈষম্য। তাই আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান কর্মসূচি পালন করছি।

এদিকে অবস্থান কর্মসূচি পালন করা অব্যাহতিপ্রাপ্ত এসআইদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট উপদেষ্টার সঙ্গে কথা বলতে দুপুর ১২টায় সচিবালয়ের ভেতরে যেতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।