ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিপণের দাবিতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
মুক্তিপণের দাবিতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার

যশোর: যশোরের চৌগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্রনাথ দে উদ্ধার হয়েছেন।  

অপহরণের তিন ঘণ্টার মধ্যে অপহরণকারীদের পিছু ধাওয়া করে সলুয়া বাজার থেকে দুজনকে আটক করে পুলিশ।

পরে অপহরণকারীরা ব্যবসায়ী ধীরেন্দ্রনাথকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলায় পূর্বাশা ক্লিনিকের পাশে একটি চায়ের দোকানের সামনে ফেলে রেখে যায়।

সেখান থেকে ঝিকরগাছা থানা পুলিশ ধীরেন্দ্রনাথ দেকে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে ছিলেন।

আটক দুজনকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।

আরও পড়ুন: মুক্তিপণের দাবিতে যশোরে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ

চৌগাছা থানার ওসির দায়িত্বে থাকা কামাল হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে চৌগাছা বাজার থেকে অপহরণ করা হয় উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্রনাথ দেকে। খবর পেয়েই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বিস্তারিত খবর নিয়ে অভিযানে নামে পুলিশ।

তিনি জানান, অপহরণের কাজে দুটি গাড়ি ব্যবহৃত হয়। এর একটিতে ধীরেন্দ্রনাথকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পেছনে ছিল অপহরণকারীদের একটি প্রাইভেটকার।  

এর মধ্যে রাত ৯টা ৪০ মিনিটে জনতার সহায়তায় সলুয়া বাজারে প্রাইভেটকারসহ দুজনকে আটক করে পুলিশ। পরে যশোর ডিবি পুলিশ তাদের নেওয়া হয়।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌগাছা-যশোর সড়কের খাদ্য গুদামের সামনে থেকে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকরাীরা। পরে পরিবারের কাছে ফোন দিয়ে প্রথমে ১০ লাখ টাকা এবং কিছুক্ষণ পর ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।