ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, লালমনিরহাটে দুই ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, লালমনিরহাটে দুই ওসি প্রত্যাহার প্রত্যাহার হওয়া দুই ওসি

লালমনিরহাট: বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদের ও জেলা গোয়েন্দা (ডিবি) ওসি ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।  

এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।  

বিএনপি নেতাকর্মীরা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফি এলাকায় একটি কোল্ড স্টোরেজে দাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও দুই ওসি। ওই দাওয়াতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আখের ইসলাম। স্থানীয় বিএনপির তিন কর্মী মোবাইল ফোনে অনুষ্ঠানের ছবি ধারণ করছিলেন। এসময় পুলিশ তাদের আটক করে।  

এ খবর বাইরে ছড়িয়ে পড়লে শতাধিক বিএনপি নেতাকর্মী তাৎক্ষণিক ওই কোল্ড স্টোরেজের সামনে উপস্থিত হন। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভে পুলিশ আটক তিন ব্যক্তিকে ছেড়ে দেন। পরে বিএনপি নেতা-কর্মীরা পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে মোস্তফি এলাকায় অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির অন্তত ২০জন নেতাকর্মী আহত হন।  

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুই ওসিসহ পুলিশের সদস্যরা বিনা কারণেই বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেন। এতে প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগ নেতার সঙ্গে বসা পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছিলাম। এ কারণেই পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করেছে।  

লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বলেন, এ ঘটনায় বুধবার বিকেলে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি ছিল কিন্তু দুই ওসিকে প্রত্যাহার করায় তা বাতিল করা হয়েছে। অভিযুক্ত দুই ওসির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।  

প্রত্যাহার হওয়া লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, এসপি স্যারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যারা আমাদের খাওয়া-দাওয়ার ছবি তুলেছিলেন তারা মাদককারবারি। তাদের আটক করেছিলাম। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সড়ক অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করেছিলাম। কোনো বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করিনি। আওয়ামী লীগ নেতা আখের ইসলামকে আমরা চিনতাম না। কোল্ড স্টোরেজের মালিকের দাওয়াতে আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার দায়ে আপাতত দুই ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) ফজলুল হককে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।