ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গর্ভধারণের প্রলোভনে ভুক্তভোগী নারীর ৩০ লাখ টাকা আত্মসাৎ! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
গর্ভধারণের প্রলোভনে ভুক্তভোগী নারীর ৩০ লাখ টাকা আত্মসাৎ!  সংগৃহীত ছবি।

ঢাকা: গর্ভধারণের প্রলোভন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে অনলাইনে প্রতারণাপূর্বক ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক নাম আলামিন মিয়া (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন প্রতারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে আলামিন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার বাদী শান্তা (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইমুতে জিনের মাধ্যমে কবিরাজি চিকিৎসার দ্বারা সন্তানধারণ সম্ভব এমন তথ্য দেখতে পান।  

শান্তা অনলাইনে যোগাযোগ করলে তার অসহায়ত্বকে পুঁজি করে প্রতারক চক্রটি বিভিন্ন অজুহাতে যেমন আসন বসানো, জিন ভোগ দেওয়া, চিকিৎসা খরচ ইত্যাদির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয় এবং আরও টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। টাকা না দিলে শান্তার ক্ষতি হবে এবং জ্বিনের অসমাপ্ত কাজ সমাপ্ত না করলে জিন স্বামীসহ তাকে হত্যা করবে মর্মে ভয় দেখায়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শান্তা গত ১৮ ডিসেম্বর রাজধানীর লালবাগ থানায় মামলা দায়ের করেন।

আজাদ রহমান আরও বলেন, মামলাটি সিআইডি সাইবার পুলিশ সেন্টার তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্য আলামিন মিয়াকে গতরাতে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।