ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
কাফরুলে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১ সংগৃহীত ছবি।

ঢাকা: রাজধানীর কাফরুলে একটি বাসায় চুরির ঘটনায় জড়িত এক চোরকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালঙ্কারের কিছু অংশ।

গ্রেপ্তারকৃতের নাম মুছা জমাদ্দার (৪২)।

রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে মুছাকে গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর দুপুরে কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া ৩৫১/বি নং বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসায় বসবাসকারী চম্পা বেগম বাদী হয়ে কাফরুল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৩১ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, একটি ডায়মন্ডের কানের দুল ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে। চুরি হওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

থানা সূত্রে আরও জানায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যায় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুছা জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।  

মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।