ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৫ মাস পর আলোকিত হলো শহীদ মনসুর আলী স্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
৫ মাস পর আলোকিত হলো শহীদ মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন।

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হওয়ার ৫ মাস পর সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে আলো জ্বলেছে। তবে এখন পর্যন্ত অবকাঠামো সংস্কার শুরু হয়নি।

 

রোববার (১২ জানুয়ারি) রাত থেকে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে আলোকিত করে রেলওয়ে বিভাগ।  

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী (ইনচার্জ) মো. হাফিজুর রহমান।  

তিনি বলেন, রোববার স্টেশনে বিদ্যুৎ লাইন সংস্কার ও লাইট স্থাপন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিদ্যুৎ প্রকৌশল বিভাগ। এরপর থেকেই স্টেশনটি আলোকিত হয়েছে। তবে এখনো অবকাঠামো সংস্কার শুরু হয়নি।  

তিনি আরও বলেন, আন্দোলনের সময় স্টেশনটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। টিকিট কাউন্টার, অফিস রুম ভাঙচুর ও যাত্রীদের বিশ্রামাগার পুড়িয়ে দেওয়া হয়।  বিদ্যুতের মিটার ভাঙচুর ও সংযোগের তার ছিন্নভিন্ন করা হয়। প্রায় সাড়ে তিন মাস পর গত ২৩ নভেম্বর প্রথম শ্রেণীর বিশ্রামাগারটিতে ভ্রাম্যমাণ কাউন্টার স্থাপন করে স্টেশনটির কার্যক্রম চালু করা হয়েছে।  

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, স্টেশনটি সংস্কারের জন্য টেন্ডারের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বাজেট না থাকায় টেন্ডার প্রক্রিয়ায় যেতে পারছি না। অর্থ মন্ত্রণালয় কোনো প্রকার টাকাই আমাদের দিচ্ছে না। ফলে কতদিনের স্টেশনটি সংস্কার করতে পারবো সেটা বলতে পারছি না।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।