ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে শহীদ ওয়াসিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
কক্সবাজারে শহীদ ওয়াসিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

কক্সবাজার: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিকে ধরে রাখতে তার নামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।  

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে জমজমাট এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে।  

এদিকে উদ্বোধনী দিনের তিনটি ম্যাচে (দ্বৈত) পাপ্পু-আজিম জুটি সরাসরি ২-০ সেটে লালু-আমিন জুটিকে, অলস্টারের মঈন-রুবেল জুটি ২-০ সেটে সাইফ-আকবর জুটিকে এবং জিয়া স্মৃতি সংসদের ফয়সাল- ইউনুস জুটি সরাসরি ২-০ সেটে ফরিদ-শোয়াইব জুটিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।  

এর আগে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি নাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  

বিএসপিএ কক্সবাজার জেলার আহ্বায়ক, সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।  

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন- কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।  

এতে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ক্রীড়া সংগঠক, শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুছ, সদস্য সচিব সরওয়ার রোমন, কক্সবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম জাফর, ক্রীড়া সংগঠক আলী রেজা তসলিম, ছাত্রদল নেতা রেজা, মিনহাজ উদ্দিন রিপন।  

স্বাগত বক্তব্য দেন- আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ হটাও আন্দোলনে কক্সবাজার তথা পেকুয়ার কৃতি সন্তান, ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের দেশের মানুষ যুগ-যুগান্তর ধরে মনে রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।