ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাকশী বিভাগীয় রেলওয়ের ডিআরএম চত্বর ঘেরাও, কর্মবিরতির ঘোষণা 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
পাকশী বিভাগীয় রেলওয়ের ডিআরএম চত্বর ঘেরাও, কর্মবিরতির ঘোষণা  রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ মিছিল

পাবনা (ঈশ্বরদী): মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের দাবিতে পাবনার ঈশ্বরদী উপজেলায় বিক্ষোভ মিছিল করে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারীরা।

আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়ে আল্টিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ রেলওয়ের ট্রেন চালক, গার্ড, ও টিটিইরা।

দাবি মেনে না নেওয়া হলে, ২৮ তারিখ সকাল থেকে কর্মবিরতি শুরু হবে। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।  

পরে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এসময় ট্রেনের চাকা ঘুরবে না, রেলগাড়ি চলবে না বলে স্লোগান দিতে থাকেন বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ের সামনে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) চত্বরে সমাবেশ শেষে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিববিল্লাহর কাছে স্মারকলিপি পেশ করেন।

তার আগে পাকশী বিভাগীয় রেলওয়ের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআরএম চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ঈশ্বরদী শাখার দপ্তর সম্পাদক শাহিদ হোসেনের পরিচালনায় বক্তব্য দেন- রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন, রানিং স্টাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন, রানিং স্টাফ ঐক্য পরিষদ পাকশী বিভাগের আহ্বায়ক রবিউল ইসলাম, রানিং স্টাফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, রেলওয়ে শ্রমিক কর্মচারী দল ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা নয়ন, ঈশ্বরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, রেলওয়ে রানিং ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঈশ্বরদী শাখার সম্পাদক রবিউল ইসলাম, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ির সম্পাদক শফিকুর রহমান খাঁন, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী খুলনা শাখার সম্পাদক শিকদার জুলফিকার আল মামুন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান, গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সম্পাদক কে এস ইকবাল মাহমুদ, টিটিই'জ অ্যাসোসিয়েশন ঈশ্বরদী শাখার সম্পাদক আকরামুল হক, রেলওয়ে গার্ডস কাউন্সিল রাজবাড়ির সভাপতি ওহিদুল আলম, সম্পাদক রেজাউল ইসলাম, রেলওয়ে শ্রমিকদল পাকশী শাখার সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন আলী।  

বক্তারা বলেন, রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অব পে- মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ০৩/১১/২০২১ থেকে অর্থ মন্ত্রণালয়ের সব অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ নম্বর শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবি জানান।  

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) গৌতম কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, রানিং স্টাফ কর্মচারীরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন। আমি সেটা গ্রহণ করেছি। আমরা মন্ত্রণালয়ে পাঠাবো। আশা করি রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটা সমাধানের পথ বের করার চেষ্টা করবেন।

উল্লেখ্য পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১০৮টি ট্রেন চলাচল করে। তার মধ্যে আন্তঃনগর ৫৪টি, মেইল ৩৫, লোকাল ১৯ এবং মালবাহী ট্রেন চলাচল করে। ২৮ তারিখ থেকে কর্মবিরতি শুরু হলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ব্যাপক শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।