ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুদামে ধরে রাখার জন্য চাল আমদানি করা হচ্ছে না: খাদ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
গুদামে ধরে রাখার জন্য চাল আমদানি করা হচ্ছে না: খাদ্য উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

বরিশাল: চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সার্কিট হাউসের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

এছাড়া সভায় বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, কৃষি বিভাগের আঞ্চলিক নিয়ন্ত্রক, ছয় জেলার জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের প্রধান অতিথি বলেন, বরিশাল অঞ্চলে আমন একটু দেরিতে হয়। তবে এ পর্যন্ত আমন সংগ্রহ অভিযান আশাব্যাঞ্জক। আমরা মনে করি, আমন সংগ্রহ অভিযানের যে সময়সীমা রয়েছে, তার মধ্যেই এখানে সংগ্রহ করা সম্ভব হবে। আর এ বিভাগে অতীতে যেমন বিভিন্ন কাজে সফল হয়েছে, আমন সংগ্রহেও সংশ্লিষ্টরা সফল হবেন। বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, যাতে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাযথভাবে অর্জিত হয়।  

সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারি গুদামে লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগটা আমরা এখনই নেব না। কারণ মার্কেটেও চাল দরকার আছে।  

চাল আমদানিতে বাজারে দামের ওপর প্রভাব পড়বে কিনা- এমন প্রশ্নের উত্তরে খাদ্য উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গা থেকে চাল আমদানি করা হচ্ছে, আর এ আমদানিগুলো আমরা কিন্তু গুদামে ধরে রাখার জন্য করছি না।  

টিসিবি ও ওএমএসের মাধ্যমে চাল ভোক্তা পর্যায়ে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, খাদ্য বিভাগের একটি ওএমএস কার্যক্রম ছিল, কিন্তু ফসলি মৌসুম দেখে কিছুদিন মফস্বলে এটা স্থগিত রাখা হয়েছিল। তবে আবার এটা চালু করে দেওয়া হয়েছে। প্রতি কার্যদিবসে, প্রতি উপজেলায় দুই মেট্রিক টন করে চাল ওএমএসে দেওয়া হচ্ছে। দরকার হলে এটা আমরা আরও বাড়াবো।

খাদ্য উপদেষ্টা বলেন, মানুষকে যদি বাজার থেকে খাদ্য সংগ্রহ কম করতে হয় তাহলে বাজারের ওপর চাপ কম পড়বে এবং ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল, সহনশীল হবে। সাধারণ মানুষের জন্য এটা অবশ্যই সুবিধাজনক হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।