ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাইমচর চরভৈরবী থেকে ৫০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
হাইমচর চরভৈরবী থেকে ৫০০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ কেজি (১২.৫ মণ) জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

জব্দ করা জাটকাগুলো মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের আশপাশের এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে হাইমচর উপজেলার মেঘনা উপকূলীয় চরভৈরবী মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এসময় চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ প্রকল্পের মনিটরিং অফিসার মো. মোস্তাফিজুর রহমান, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফজলুর রহমান বলেন, জব্দকৃত জাটকা বিতরণ করা হয়েছে।  

অভিযানের সময় জাটকার প্রকৃত মালিককে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।