ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে বিএনপি, জামায়াতসহ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এই বৈঠকে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।  

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।