ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান মেগা প্রকল্পগুলোতে খরচ বৃদ্ধি, দুর্নীতি এবং স্বচ্ছতার অভাবের কথা উল্লেখ করেছেন।
‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সহায়তায় শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪।
ড. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়, যা ট্রেড মিসপ্রাইসিং এবং অফশোর লেনদেনের মাধ্যমে সম্পন্ন হয়।
তিনি প্রস্তাব করেন, উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমজেএফ