মাদারীপুর: মাদারীপুর জেলাজুড়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট, চারপাশ। ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে শিশির।
বৃহস্পতিবার (২৩) মধ্য রাত থেকেই কুয়াশা পড়তে শুরু হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরের আলো ফোটার পর যেন কুয়াশা আরও জেঁকে বসেছে।
এদিকে কুয়াশার মাত্রা বেশি থাকায় জেলার হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার প্রকোপ। রয়েছে মৃদু শীতল বাতাস। বেলা বাড়ছে, কুয়াশাও যেন নিচে নেমে আসছে। পথ-ঘাট ভিজে রয়েছে শিশিরে। জেলার মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল কম রয়েছে। স্থানীয় সড়কে থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। তীব্র কুয়াশায় দুর্ভোগ জনজীবনে! রয়েছে বাজার-ঘাটে ক্রেতা শূন্যতা, নদ-নদীর তীরবর্তী সাধারণ মানুষ গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বেলা বাড়লেও রোদের দেখা না মেলায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের।
এছাড়া এক্সপ্রেসওয়েতে অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরে দূরপাল্লার পরিবহন খুব একটা দেখা যায়নি। কুয়াশার কারণে সব পরিবহনই হেড লাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। এছাড়া শীত ও কুয়াশার কারণে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকায় ছোট পরিবহনে যাত্রী সংকট রয়েছে।
শিবচরের এক্সপ্রেসওয়েতে চলাচলরত ট্রাকচালক কাওসার নামে এক ব্যক্তি বলেন, শুক্রবার প্রচুর কুয়াশা পড়েছে। কিছুই দেখা যাচ্ছে না। খুবই সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছি। বৃহস্পতিবার থেকে প্রচুর কুয়াশা পড়তে শুরু করেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, কুয়াশা বাড়লে স্বাভাবিকভাবেই মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম থাকে। আমাদের হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআরএস