ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জানুয়ারি ২৫, ২০২৫
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) ভোরে কালকিনি উপজেলা থেকে বাঁশ ক্রয় করে নছিমনে করে আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের মোর ঘুরতে গিয়ে বাঁশবোঝাই নছিমন উল্টে পুকুরে পড়ে যায়।

বাঁশের ওপরে বসা রামানন্দেরআঁক গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস (৫৫) বাঁশ ও নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

এ সময় নছিমনে থাকা অশোক বিশ্বাসের মেয়ের জামাই মিলন ঢালী ও নছিমন চালক ইব্রাহিম মিয়া গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।