ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ট্রেনের টিকিট কালোবাজারি: সতর্ক করল মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫১, জানুয়ারি ২৭, ২০২৫
ট্রেনের টিকিট কালোবাজারি: সতর্ক করল মন্ত্রণালয়

ঢাকা: সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কালোবাজারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  

রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে।

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারে বিক্রির মাধ্যমে যাত্রী হয়রানী ও প্রতারণা প্রতিরোধে সর্বসাধারণকে রেল সেবা অ্যাপ অথবা সরাসরি রেল স্টেশনের টিকেট কাউন্টার থেকে টিকিট ক্রয়ের জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।