ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় পৃথক স্থানে দুই নারীর মরদেহ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জানুয়ারি ২৭, ২০২৫
আশুলিয়ায় পৃথক স্থানে দুই নারীর মরদেহ আশুলিয়া থানা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর উত্তরপাড়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাতনামা নারী ও সকালে আশুলিয়ার কুমকুমারি এলাকার একটি শাখা সড়কের পাশ থেকে নারগিস আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারগিস ঠাকুরগাঁও জেলা সদরের কালিতলা চৌদ্দহাত আরাদীশিং পকড়ার মো. জালাল উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।

নিহত নারগিসের স্বামী বাংলানিউজকে বলেন, গতকাল রাতে গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের উদ্দেশে বাসা থেকে বের হয় নারগিস। সকালে জানতে পারি আমার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কীভাবে তার মৃত্যু হলো, আমি এখনও জানতে পারিনি। তবে পুলিশ বলছে, কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে।

অন্যদিকে আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর উত্তরপাড়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।