ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ৩৫০ ট্রেন যাত্রীর টিকিটের মূল্য ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জানুয়ারি ২৮, ২০২৫
ময়মনসিংহে ৩৫০ ট্রেন যাত্রীর টিকিটের মূল্য ফেরত

ময়মনসিংহ: রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় সাড়ে ৩০০ যাত্রীর টিকিটের মূল্য ফেরত দিয়েছে কর্তৃপক্ষ।

ময়মনসিংহ জেলা প্রশাসনের হস্তক্ষেপে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এ তথ্য পাওয়া যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, আন্দোলনকারীদের তোপের মুখে পড়ার ভয়ে ট্রেন রেখে চালক পালিয়ে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় পাঁচ শতাধিক যাত্রী। পরে তাদের মধ্য থেকে সাড়ে ৩০০ যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট নাজমুল হক খান বলেন, বর্তমানে স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক। তবে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

এর আগে সকালে মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হয়। এ সময় নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে ট্রেন চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।