ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, জানুয়ারি ২৮, ২০২৫
ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচির কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে এ রুটে কোনো ট্রেন চলাচল করেনি।

এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী যাত্রীরা।

যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ের কোনো বিকল্প না থাকায় বাসে চড়ে ও বিভিন্ন উপায়ে যাত্রীরা যাতায়াত করছেন। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রীরা।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত সকাল থেকে কোনো ট্রেনে নারায়ণগঞ্জ ছেড়ে যায়নি। ঢাকা থেকেও আসেনি। কখন ট্রেন চালু হবে বলা যাচ্ছে না। আমরা কোনো দিক নির্দেশনা পাইনি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।