ঢাকা, শনিবার, ১৯ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১ শাবান ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে গ্রেপ্তার মোশাহিদ সরকার

হবিগঞ্জ: শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মোশাহিদ সরকারকে (৩২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় মোশাহিদকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ আদালতে তোলে জেলার মাধবপুর থানা পুলিশ। সেখান থেকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

কারাগারে যাওয়া মোশাহিদ চুনারুঘাটের পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে এবং মিরাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক সরকারের চাচাতো ভাই।  

এর আগে গত ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে জড়িয়ে নিজের ফেসবুক লাইভে কথা বলেন মোশাহিদ। পরে সোমবার (২৭ জানুয়ারি) রাতে তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বাংলানিউজকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার সন্দেহভাজন আসামি মোশাহিদ। সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।