ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে গরু-খাসি দিয়ে জিয়াফত 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, জানুয়ারি ২৯, ২০২৫
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাবিপ্রবিতে গরু-খাসি দিয়ে জিয়াফত 

শাবিপ্রবি (সিলেট): জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৩টি গরু ও দুটি ছাগল জবাই করে দোয়া ও জিয়াফতের আয়োজন করেছে বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য এ আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে দোয়া ও জিয়াফত অনুষ্ঠানের আহ্বায়ক তালজিল নাফির সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গুম হওয়া বিএনপি নেতা মো. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।  

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা ইমরান লস্কর, শাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আপনারা জানের আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিষ্পেষণের জলন্ত প্রমাণ ছিল আমার স্বামী ইলিয়াস আলী। তাকে গুম করা হয়েছিল। কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রতিবাদী কণ্ঠস্বর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে টিপাই বাঁধ আন্দোলন ও জাফলংয়ে যে লং মার্চ হয়েছিল সেটির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিগত হাসিনার ফ্যাসিবাদ সরকার উনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি, সেজন্য তাদের ক্ষমতাকে স্থায়ীকরণের জন্যে তাকে গুম করে ফেলে।

তিনি বলেন, যারা আওয়ামীলীগ করেছে, যারা স্বৈরাচারের দোসর ছিল, তাদের মধ্যে কোনো ন্যায়নীতি নেই। ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলার মত কোনো বিবেকবোধ তাদের মধ্যে ছিল না। জাতি হিসেবে আমরা যখন কোনো আন্দোলনে ঐক্যবদ্ধ হবো, তখন সেই আন্দোলন সফল হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে আমরা সফল হতে পারবো না।

বাংলাদশ সময়: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।