ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোলার মেঘনার দস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, ফেব্রুয়ারি ১, ২০২৫
ভোলার মেঘনার দস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ভোলা: ভোলার মেঘনায় জেলে ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দস্যুদের গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিন জেলে আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল দস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের ওপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিন জেলে।

হতাহত জেলেদের বাড়ি ভোলা সদরের বাংলাবাজার এলাকায় বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে।

এ তথ্য নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।