ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
কুড়িয়ে পাওয়া বস্তু বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় বিস্ফোরণে নুর ইসলাম নামে ৮ বছর বয়সী এক শিশুর কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়।

রোববার (২ ফেব্রুয়ারি)  বিকেল সাড়ে ৪টার দিকে শনিরআখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।  

স্বজনরা জানান, শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।  

শিশুটির মা বিউটি আক্তার জানান, বিকেলে বাসার আশপাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মত প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তার মাকে দেখায় এবং বলে, এটির ভেতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে মায়ের কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে সেটির ভেতর পানি ভরে এরপর রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন, শিশুটির ডান হাত কব্জি ক্ষতবিক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, যেই বস্তুটি নিয়ে এসেছিল সেটি অনেকটা পারফিউমের বোতলের মতো দেখতে। তবে আদতেও সেটি কি তিনি তা বলতে পারছেন না। বস্তুটি বাসায় রেখে এসেছেন।  

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।  

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট কদমতলী থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫ 
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।