ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আল হামরা শপিং সিটিতে স্বর্ণের দোকান লুট, কুমিল্লা থেকে গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আল হামরা শপিং সিটিতে স্বর্ণের দোকান লুট, কুমিল্লা থেকে গ্রেপ্তার ৩

সিলেট: সিলেট নগরের আল হামরা শপিং সিটিতে দোকানের তালা ভেঙে আড়াইশ ভরি স্বর্ণ লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট কোতোয়ালি মডেল এলাকায় ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানার ৯ নম্বর কামাল্ল্যা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বর্ণ চুরি সঙ্গে জড়িত ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলমগীর সিলেটের আলহামরা মার্কেট স্বর্ণের দোকান থেকে আড়াইশ’ ভরি চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।  

তার দেওয়া তথ্যমতে রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন হোমনা গ্রামের প্রাণকুমার দেবনাথের ছেলে সোহেল দেবনাথ (৪২) ও হোমনা  শ্রীমতিপূর্বপাড়ার মৃত সোনা মিয়া শিকদারে ছেলে মো. আবুল হোসেন (৫৩)। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে মোট পাঁচ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন একটি স্পেশাল টিম গঠন করা হয়। পরে আল-হামরা শপিং সেন্টারের বিভিন্ন ফ্লোরের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার চুরির ঘটনায় একাধিক আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।  

এর আগে গত ৯ জানুয়ারি ভোরে সিলেট নগরের জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত নূরানী জুয়েলার্সে ঘটনা ঘটে। এ সময় ওই দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।