ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
ওমানে তৌহিদ হোসেন-জয়শঙ্কর বৈঠক রোববার মাস্কাটে এম তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক হয়েছে।

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বৈঠক হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে সেখানে রয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

সূত্র জানায়, বাংলাদেশের স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই বৈঠক হয়। বৈঠকে ঠিক কী কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ভারত ও ওমান সরকার যৌথভাবে এ বছর অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে। এই সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী যোগ দিয়েছেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।