ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ  তেরোজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সোমবার মহাসড়ক অবরোধ করেন

কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষককে মামলার আসামি করার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় ‌দিনের মতো দুই দফা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে তারা শহরের মজমপুর ট্রাফিক এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ প্রশাসন অবরোধকারীদের বোঝোনের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জনস্বার্থে বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।  

এ সময় তারা আল্টিমেটাম দিয়ে বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে দাবির ব্যাপারে সুরাহা না হলে আবারও আন্দোলনে নামবেন।  

শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি যারা এই মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

এর আগে শিক্ষক-শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বেলা একটার দিকে সেখান থেকে তারা অবস্থান নেয় শহরের মজমপুর ট্রাফিক এলাকার মহাসড়কে।  

একই দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) কলেজের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে দুই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।  

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি মামলায় সরকারি কলেজের ১৩ জন শিক্ষককে আসামি করা হয়েছে। কুষ্টিয়া শহরের কুঠিপাড়ার বাসিন্দা শেখ সবুজ রহমান (৪০) ওই মামলা করেন।  

কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হাসেম উজ জামান বলেন, এটা যে মিথ্যা মামলা আমরা সবাই জানতে পারছি। আমরা তো ক্লাস টিচার। ক্লাস নেয়ার বাইরে আর কিছু তো করি না।  

শিক্ষার্থীরা বলেন, ১৩ জন শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।  

কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.আব্দুল লতিফ বলেন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা এই মামলা প্রত্যাহার চান। তারা প্রশাসনকে সময় বেধে দিয়ে জনস্বার্থে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছেন।  

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা না পাওয়া গেলে তাদের (শিক্ষকদের) বিরুদ্ধে চার্জশিট হবে না। এখন পরিস্থতি নিয়ন্ত্রণে রয়েছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ