ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় হেরোইনসহ আট মামলার আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মার্চ ১, ২০২৫
নওগাঁয় হেরোইনসহ আট মামলার আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা থেকে পাইলট (৩১) নামে আট মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের উকিল পাড়া এলাকায় ডিবির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ডিবি।

 

গ্রেপ্তার হওয়া পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে মান্দা থানায় মাদক, হত্যা এবং চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর তার নামে মান্দা থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।