ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, মার্চ ৩, ২০২৫
‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

দিনাজপুর: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে দিনাজপুরের বিরামপুরে নাবিল হোসেন (২২) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২ মার্চ) রাতে তাকে বিরামপুর বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন সোমবার (৩ মার্চ) রাতে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তবে তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য।

পুলিশ জানায়, নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে রোববার বিকেলে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। আরও লেখা ছিল ‘তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করব। ’ বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।