ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রমজানে বাজার মনিটরিং: রায়পুরে ২৬ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, মার্চ ৪, ২০২৫
রমজানে বাজার মনিটরিং: রায়পুরে ২৬ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা  বাজার মনিটরিং

লক্ষ্মীপুর: রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় বাজার মনিটরিং করা হয়েছে। এসময় ২৬টি মামলায় ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ মার্চ) রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।  

রায়পুর পৌরসভায় পরিচালিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ইউএনও মো. ইমরান খান বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, যানজট নিয়ন্ত্রণ ও ফুটপাত পরিদর্শন করা হয়। এসময় দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক আইনসহ চারটি আইনে ৬০টি মামলায় ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।