ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে র‍্যাবের হাতে মানবপাচারকারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
মাদারীপুরে র‍্যাবের হাতে মানবপাচারকারী গ্রেপ্তার কাওছার খলিফা

মাদারীপুরে র‍্যাবের যৌথ অভিযানে কাওছার খলিফা (২৭) নামে মানবপাচার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও সিপিসি-১, পটুয়াখালী।  

যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে পটুয়াখালী জেলার সদর উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাওছার মাদারীপুর সদরের বাংলাবাজার মাদ্রা এলাকার মাজেদ খলিফার ছেলে।  

বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীরা মাদারীপুরের নাজিম উদ্দিনের ছেলে রাকিবকে (২৪) উচ্চ বেতনে ইতালি পাঠিয়ে ভালো চাকরির ব্যবস্থা করে দেবে বলে প্রলোভন দেখায়। পরে নগদ মোটা অংকের টাকার বিনিময়ে রাকিবকে লিবিয়া পাঠায়। লিবিয়া যাওয়ার পর রাকিবকে জিম্মি করে দালালচক্র। পরে আরও টাকার জন্য মারধর করতে থাকে। নির্যাতনের কারণে রাকিব অসুস্থ হয়ে পড়লে দালাল চক্র তাকে ছেড়ে দেয়। পরে স্থানীয় লোকজন রাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মৃত্যুবরণ করে।  

এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়ের হলে গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং সিপিসি-১, পটুয়াখালী কোম্পানির একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলার সদর থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে কাওছার খলিফাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।