ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সৌদি আরব সফরে যাচ্ছেন।
ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে ওআইসি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বৃহস্পতিবার (৬ মার্চ) সৌদির জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
টিআর/আরআইএস