ঢাকা: প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
এর মধ্যে শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এবং ফয়েজ আহমেদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
এই দুই মন্ত্রণালয়ের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এমআইএইচ/এমইউএম/এইচএ/