ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পড়েছিল নারীর মাথাবিহীন মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
লালমনিরহাটে ভুট্টা ক্ষেতে পড়েছিল নারীর মাথাবিহীন মরদেহ

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৮) মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টা ক্ষেতের আইলে নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) মাঠে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।