মাদারীপুর: পদ্মা সেতু প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ভুয়া রেকর্ড বানিয়ে, জাল-জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা করে ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৩ জনের নামে মাদারীপুর আদালতে মামলা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।
আতিকুর রহমান জানান, পদ্মা সেতু প্রকল্পসহ অন্যান্য প্রকল্পে ভূমি অধিগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, সার্ভেয়ার মো. রাসেল আহম্মেদ ও মো. নাসির উদ্দিনসহ মোট ২৩ জনের নামে কমিশনের অনুমতি সাপেক্ষে মামলা করা হয়েছে।
২৩ জনের মধ্যে রয়েছেন- গুপ্তেরকান্দির নিরঞ্জন পত্তনদারের স্ত্রী আলো পত্তনদার, মৃত খোকা সরদারের ছেলে জিল্লুর রহমান, খাস সন্যাসীরচরের হালিম মৃধার ছেলে আব্দুল মালেক মৃধা, খলিফা কান্দির আলাউদ্দিন খলিফার ছেলে সুরুজ মিয়া, বাঁশকান্দি এলাকার মোহাম্মদ ফকিরের মেয়ে রাজিয়া বেগম, আব্দুর রাজ্জাক মোল্যার মেয়ে কুলসুম বিবি, মৃত আইয়ুব আলীর ছেলে মনির মিয়া, সাহাবুদ্দিন ঘরামীর মেয়ে হাছিনা বেগম, হামেদ শিকদারের মেয়ে ফরিদা বেগম, শিবচরের বাচামারার মৃত রুস্তুম আলী কাজীর ছেলে আব্দুল কাদির কাজী, আলাউদ্দিন বেপারীর ছেলে আলম আলী বেপারী, মোজাম্মেল কাজির ছেলে মতিউর রহমান কাজি, বড়খাস বন্দরখোলার মৃত নাজির বেপারীর ছেলে শাহিন বেপারী, গুয়াতলার হালেম হাওলাদারের ছেলে আতিকুর রহমান, উত্তর চর তাজপুর এলাকার হালেম হাওলাদারের মেয়ে আছমা বেগম, চৈতাই মোল্লাকান্দির রঞ্জন মোল্লার ছেলে আওলাদ হোসেন, দত্তপাড়ার সুধাংশু কুমার মণ্ডল, গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলার গোয়ালগ্রামের মৃত আলিউজ্জামানের ছেলে মো. মিলন শেখ, শরীয়তপুর জাজিরা উপজেলার মহিউদ্দিন হাজীকান্দির মৃত আলতাফ মাদবরের মেয়ে জোসনা বেগম ও ঢাকার শ্যামপুরের সিদ্দিকুল্লাহর স্ত্রী আখি বেগম।
তাদের নামে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এসআই