ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

পদ্মায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
পদ্মায় ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ফরহাদ হোসেন

রাজশাহী: পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরহাদ হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

ফরহাদ হোসেন গোদাগাড়ী সদর পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার মনিরুল ইসলাম বাবুর ছেলে।

সে গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, রোববার দুপুরে ফরহাদ বন্ধুদের সঙ্গে গোসল করতে গোদাগাড়ী থানার পাশেই পদ্মা নদীর ঘাটে নামে। সে সাঁতার কাটতে না পেরে একপর্যায়ে পানিতে ডুবে যায়।

এর পরপরই স্থানীয়রা পদ্মা নদীতে নেমে তাকে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যরা নিয়ে যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।