ঢাকা: রাজধানীর রামপুরা এলাকার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানজট নিয়ন্ত্রণে কিছু নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (০৯ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ও বিকেলের পিক আওয়ারে রামপুরা ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে ট্রাফিক জ্যাম দেখা যায়। যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে আগামী ১২ মার্চ থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এক্ষেত্রে ওই এলাকায় যানবাহন চলাচলে কিছু নির্দেশনা (সংযুক্ত স্কেচ ম্যাপ অনুযায়ী) অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
নির্দেশনা অনুযায়ী, ওয়াপদা ফিডার রোড থেকে মালিবাগ রেলক্রসিংগামী যানবাহনগুলো ডানে মোড় নেওয়ার পরিবর্তে বাঁয়ে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং থেকে ইউটার্ন করে মালিবাগ রেলক্রসিংয়ের দিকে যাবে।
ডিআইটি রোডে রামপুরা ব্রিজ থেকে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনগুলো ওয়াপদা ক্রসিংয়ে ডান দিকে টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নুরের নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।
ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোডের (পোস্ট অফিসের গলি) যানবাহন ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে ডান দিকে টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নুরের কাছাকাছি নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।
ঢাকা মহানগর পুলিশ যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে এসব নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে নাগরিক ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা চেয়েছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
এমএমআই/আরএইচ