গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল আবারও শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। গত সোমবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এক পর্যায়ে মঙ্গলবার সকালে ওই কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে কারখানার শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গ্লোবাস গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএস/আরবি