ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ‘মব ভায়োলেন্স’ ঠেকালো বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
সাতক্ষীরায় ‘মব ভায়োলেন্স’ ঠেকালো বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে করছেন বিজিবির সদস্যরা।

ঢাকা: সাতক্ষীরায় কৌশলে উত্তেজিত জনতার ‘মব ভায়োলেন্স’ ঠেকিয়ে বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) বিজিবির সদরদপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১১ মার্চ) দিনগত রাতে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ তলুইগাছা গ্রামের (তলুইগাছা বিওপি থেকে ৩শ গজ দক্ষিণ দিকে) স্থানীয় বাসিন্দা কামরুল ইসলামের একটি বাইসাকেল চুরির অভিযোগে আবুল হাসান (৩০) নামের এক ব্যক্তিকে ধরে বিক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে বিজিবির তলুইগাছা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে কৌশলে ‘মব ভায়োলেন্স’ ঠেকিয়ে দেয় এবং বাইসাইকেল চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিজিবি নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বিজিবির হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ নিকটবর্তী বিওপি/পোস্ট থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। পরে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় সংবাদে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। বিজিবি অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরচেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাতে বাধা দেয়। পরবর্তীতে উত্তেজনা প্রশমন করতে ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। কোনো ধরনের বলপ্রয়োগ না করে কৌশলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়। রাতে অভিযুক্ত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে নিরাপদে সদর থানায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১১,২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।