ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরে অস্ত্র আইনে একজনের ১৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
যশোরে অস্ত্র আইনে একজনের ১৭ বছরের কারাদণ্ড কারাদণ্ডপ্রাপ্ত লিটন

যশোর: অস্ত্র মামলায় যশোরে লিটন (৩৫) নামে একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (১১ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দেন।

দণ্ডিত লিটন সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চসহকারী শাহরিয়ার ইবনে আজাদ। লিটনের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সর্বশেষ আটকের আগে লিটনের বিরুদ্ধে সাতটি মামলা ছিল। তারমধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাকে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সেসময় বিজ্ঞাসাবাদে লিটন জানায় তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তার স্বীকারোক্তিতে পরে পুলিশ বেনাপোলের স্টেশন এলাকার একটি বটগাছের পাশ থেকে মাটি খুড়ে একটি সাটারগান ও গুলি উদ্ধার করে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় বোনপোল পোর্ট থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে এসআই মনিরুল ইসলাম লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

মঙ্গলবার (১১ মার্চ) রায় ঘোষণার দিন আসামি লিটন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক অস্ত্র আইনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
 
একইসাথে গুলি আইনের ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ১১ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।