ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পুলিশ পাহারায় চিকিৎসাধীন ডাকাতের পালানোর চেষ্টা   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, মার্চ ১১, ২০২৫
পুলিশ পাহারায় চিকিৎসাধীন ডাকাতের পালানোর চেষ্টা
  

হবিগঞ্জ: হবিগঞ্জে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন জালাল (৩২) নামে এক ডাকাত পালানোর চেষ্টা করে ধরা পড়েছেন।  
 
মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বাংলানিউজকে এ তথ্য দেন।


 
জালাল ওরফে স্প্রিং জালাল মাধবপুর উপজেলায় সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে।
 
ডিবির ওসি জানান, দুদিন আগে মাধবপুর থানা এলাকা থেকে একটি ট্রাক ছিনতাই হয়। পরে গত সোমবার (১০ মার্চ) গভীর রাতে ফেনী জেলায় র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করা হয় ও স্প্রিং জালালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গত ৩ ফেব্রুয়ারি শায়েস্তাগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করে মালামাল লুটে নেওয়ার অভিযোগে মামলা হয় এবং ৬ ফেব্রুয়ারি জালালসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
 
তাদের মধ্যে চারজনকে জেলা কারাগারে পাঠিয়ে জালালকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। ৭ ফেব্রুয়ারি সকালে জালাল টয়লেটে যাওয়ার কথা বললে পুলিশ শয্যার সঙ্গে লাগানো হ্যান্ডকাফ খুলে তাকে নিয়ে যান। পরে টয়লেট থেকে বের হওয়ার পর ওই আসামি দৌড়ে পালিয়ে যান।
 
এ ঘটনায় দায়িত্বরত দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর জালালকে আবার গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।